ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : সৌরশক্তির ব্যবহার বাড়াতে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাব্লিসমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক জোট বা অ্যালায়েন্সের সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো থাকবে। এই কাঠামোর আওতায় একটি অ্যাসেম্বলি ও একটি সচিবালয় থাকবে। সমমনা কয়েকটি রাষ্ট্র মিলে  অ্যালায়েন্স গঠিত হবে। বাংলাদেশ এই অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত হতে আগ্রহী। আর এ কারণে  অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব বলেন, জোটের যেকোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভোটে। আর জোট সচিবালয়ের কাজ হবে এর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন। অ্যালায়েন্সে থাকতে হলে এর সদস্য দেশগুলোকে কোনো চাঁদা দিতে হবে না। তবে যেকোনো সদস্য রাষ্ট্র চাইলে অনুদান দিতে পারবে।

কোনো রাষ্ট্র অ্যালায়েন্স ছেড়ে যেতে চাইলে তিন মাসের নোটিশে সদস্য পদ প্রত্যাহার করতে পারবে বলে জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়