ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারী নেত্রীদের সহযোগিতা চাই: সিইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী নেত্রীদের সহযোগিতা চাই:  সিইসি

নিজস্ব প্রতিবেদক : অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নারী নেত্রীদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নারী নেত্রীদের সঙ্গে সংলাপে সিইসি এ আহ্বান করেন।

সিইস বলেন, নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে পারি সে জন্য আপনাদের পরামর্শ চাই। আপনাদের কথা বলুন, নারী সমাজের কথা বলুন, দেশের কথা বলুন। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে করা যায় সেই কথা বলুন।

তিনি বলেন, আপনাদের সঙ্গে সংলাপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি। আপনাদের অবদান হেয় করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, আপনারা নারী সমাজের প্রতিনিধি হয়ে সংলাপে এসেছেন। আপনাদের সকলের কথা শুনব। পরামর্শগুলো আমলে নেব।

নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনেক বার আন্দোলন করতে হয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ অনুকম্প বসিত হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করে দেয়নি। নিজেরাই তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। এমন দিন ছিল যেখানে নারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না। রাজনীতিতে প্রতিনিধিত্ব করার প্রশ্নই উঠত না।

সিইসি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে নারী নেতৃত্বের সফল প্রতিষ্ঠা লাভ করেছিল শ্রীলঙ্কার শ্রিমাবো বন্দের নায়েক এর মাধ্যমে।

নূরুল হুদা বলেন, রাজনৈতিক অঙ্গণে বাংলাদেশের অবস্থান উজ্জ্বল তা আমরা সকলেই জানি। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, প্রীতিলতা পথ দেখিয়ে গেছে নারী অধিকার আন্দেলনে। যে পথ ধরে এ দেশে নারীদের পথচলা সুবিধা হয়েছে।

সিইসি বলেন, বাংলাদেশে নারীর অধিকার নারীর ক্ষমতায়ন দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। সরকার পরিচালনায়, নীতি নির্ধারণে, ব্যবসায়, বিচার কার্যক্রমে, আইনশৃঙ্খলা বাহিনীতে, সামরিক বাহিনীতে, আন্তর্জাতিক শান্তি রক্ষায়, শ্রমবাজারে এমনকি নির্বাচন কমিশনে তাদের অবস্থান সুসংগঠিত হয়েছে।

তিনি বলেন, নারী পুরুষের সমান অংশগ্রহণে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধি এবং ২৪ আগাস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 


 

রাইজিংবিডি/ ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়