ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আছে : শিক্ষামন্ত্রী

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ বলেছেন, শিক্ষার্থীরা কম পড়ে বেশি শিক্ষা অর্জন করতে পারে সে অনুযায়ী বই তৈরি করা হয়েছে। বিভিন্ন শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে বই তৈরি করা হয়েছে। এবারের বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আছে-সেটা শিক্ষার্থীরা বই হাতে নিলেই বুঝতে পারবে।

সোমবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠপুস্তক উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে রঙিন বেলুন উ‌ড়ি‌য়ে পাঠ্যপুস্তক উৎস‌বের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম না‌হিদ বলেন, আমরা আজ সারা দেশে একযুগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছি। এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য (চাকমা, মারমা, গারো, সাদরি ও ত্রিপুরা) তাদের ভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৬০ কোটি ৮৫ লক্ষ ৯১ হাজার ৫৯০টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন :

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়