ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল পাস

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল পাস

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : লাইসেন্স ছাড়া কৃষিকাজের জন্য নলকূপ স্থাপনে শাস্তির বিধান রেখে ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৮’ প্রস্তাব পাস হয়েছে।

রোববার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির ওপরে আনা সংশোধনী ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব নাকচ হয়ে যায়।

বিদ্যমান আইনে জরিমানা সর্বোচ্চ দুই হাজার টাকা ছিলো। নতুন আইনে  কৃষি কাজের জন্য লাইসেন্স ছাড়া গভীর নলকূপ স্থাপনে শাস্তি ৫০ হাজার টাকা, ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান যুক্ত হয়েছে।

আইনটি পাসের পর বিদ্যমান নলকূপগুলোকে নতুন করে লাইসেন্স নিতে হবে। এজন্য সময় ও সুযোগ দেওয়া হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

বিলের বিধান অনুযায়ী, উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স স্থগিত ও বাতিল করতে পারবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়