ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আরো কঠোর কর্মসূ‌চির হুমকি শিক্ষক-কর্মচারী ফেডারেশনের

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো কঠোর কর্মসূ‌চির হুমকি শিক্ষক-কর্মচারী ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন চালি‌য়ে যা‌চ্ছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দা‌বি মে‌নে না নিলে আরো কঠোর কর্মসূ‌চি দেওয়া হ‌বে ব‌লে হুমকি দি‌য়ে‌ছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অ‌নশন চলাকা‌লীন তি‌নি এ হুমকি দেন।

বিনয় ভূষণ রায় বলেন, অনশনের কারণে ৯২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ম‌ধ্যে ৬৯ জন‌কে স্যালাইন দেওয়া হ‌য়ে‌ছে এবং ১১ জনকে ঢাকা মে‌ডি‌ক্যা‌ল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘সংস‌দে বা‌জেট পাশ হয়ে‌ছে। য‌দি আমা‌দের দা‌বি মে‌নে না নেওয়া হয়, তাহ‌লে আরো কঠোর কর্মসু‌চি দেওয়া হ‌বে। আমরা আগেই বলেছিলাম, ২৪ জুনের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে ২৫ জুন থেকে আমরা আমরণ অনশনে বসব। সে ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে অনশনে বসেছি। যত ঝড়-তুফান আসুক না কেন আমা‌দের দা‌বি না মানা পর্যন্ত আমরা অনশন চা‌লি‌য়ে যা‌ব।’

তি‌নি আমরণ অনশনরত কোনো শিক্ষকের মৃত্যুর সংবাদ শোনার আগেই তা‌দের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১০ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায বলেন, ‘সারা দেশে ৫ হাজারের অধিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ থেকে ২০ বছর যাবত ২০ লাখের বেশি শিক্ষার্থীকে বিনা বেতনে পাঠদান করে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছেন। অনেকের চাকরির মেয়াদ আছে ৫-১০ বছর। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সারা দেশে উন্নয়নবঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে।’

তিনি জানান, গত ১২ জুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে। এই নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অনুমতি ও স্বীকৃতির সময় আরোপিত শর্তের সঙ্গে সাংঘর্ষিক। চলতি ২০১৮-১৯ বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দের কোনো সুস্পষ্ট ঘোষণা নেই। এর ফলে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত হতাশ ও আশাহত হয়ে পড়েছেন। এ অবস্থায় মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে সারা দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি হলে সকলেই সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়