ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডাকাতের হামলায় আহত ২, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকাতের হামলায় আহত ২, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সোহাগ মুন্সি (৩৫) নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতিকালে ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- পরিবহন ব্যবসায়ীর সোহাগ মুন্সি (৩৫) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৫)।
 


ব্যবসায়ী সোহাগ মুন্সি জানান, মঙ্গলবার ভোররাতে ১৮-২০ জনের মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় বাঁধা দিলে ডাকাতরা সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

ডাকাতেরা আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। মারাত্মক আহত সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।




রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৮ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়