ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : মিথ‌্যা কোটেশন দেখিয়ে সরকারি কাজ না করে অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য‌্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার আলীর বিরুদ্ধে মিথ‌্যা কোটেশন দেখিয়ে সরকারি কাজ না করে অর্থ আত্মসাত ও  বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়