ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া উৎসব শুরু বৃহস্পতিবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া উৎসব শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারো হতে যাচ্ছে জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া উৎসব। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ আয়োজন।

প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবে থাকছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এতে ক্লাবের সদস্যরা অংশ নেবেন। ক্রীড়া উৎসব শেষ হবে ২০ অক্টোবর।

জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। প্রেসক্লাবে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।

১২ অক্টোবর এয়ারগান শুটিং ও টেবিল টেনিস প্রতিযোগিতা, ১৩ অক্টোবর টেবিল টেনিস ও নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৪ থেকে ১৫ অক্টোবর স্পেড ট্রাম প্রতিযোগিতা হবে। ২০ অক্টোবর মিনি ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শেষ হবে ক্রীড়া উৎসব।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়