ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রাইজিংবিডি ডেস্ক : অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সক্রিয় আছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে।

এছাড়া, শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৯ দশমিক ৬ এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর




রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়