ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টার কিছু সময় আগে হাসপাতালের স্টোর রুমে আগুন লাগে। লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এদিকে আগুনের খবর শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। ভয়ে হাসপাতালের বিভিন্ন ফ্লোর থেকে রোগীরা বেরিয়ে আসতে থাকেন। কর্তৃপক্ষও তাদের নিরাপদ গন্তব্যে যেতে অনুরোধ করেন। অনেক রোগী ও স্বজন হাসপাতালের বাইরে বেরিয়ে এসে পাশের মাঠে অবস্থান নিয়েছেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রোগীদের সরিয়ে নিতে এবং আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার পর বেশ কিছু রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়