ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ১ শিশুর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ চারজনের মধ্যে সাফওয়ান (৫) নামে এক শিশু মারা গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিতে সাফওয়ান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই ঘটনায় দগ্ধ তার মা এক ভাই ও এক বোন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে।

সাফওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।  তিনি জানান, সাফওয়ানের শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা ও তার তিন সন্তান দগ্ধ হয়। এদের মধ্যে এখন ঢামেকে চিকিৎসাধীন আছেন- ফাতেমা বেগম (৩৫) এবং তার সন্তান ফারিয়া (৯) ও রাফি (১১)।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ফাতেমার ৯৪ শতাংশ, ফারিয়ার ৯০ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।




রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়