ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স রাখার সুপারিশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ছাত্রীদের যৌন হয়রানি রোধে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বাক্স রাখার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, বেগম ফজিলাতুননেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম উপস্থিত ছিলেন।

বৈঠকে, কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প, ডিএনএ ল্যাব এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

ডিএনএ ল্যাব ও বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ বিষয়ক সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল আজিজকে।

কমিটির অন্য সদস্যরা হলেন-এ এম নাঈমুর রহমান, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম।

এছাড়া এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক করে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প বিষয়ক অপর একটি সাব-কমিটি গঠন করা হয়। এই সাব-কমিটির অন্য সদস্যরা হলেন-মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৮ এ‌প্রিল ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়