ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ ধসের খবরে উদ্বেগ প্রকাশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ ধসের খবরে উদ্বেগ প্রকাশ

সংসদ প্রতিবেদক : দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ ধসের খবরে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ, কে, এম শাহাজাহান কামাল, এম এ মতিন, গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ ধসে পড়ার খবরে সংসদীয় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ হচ্ছে নিম্নমানের। এসব তদারকি করার জন্য মন্ত্রণালয়কে বলেছে কমিটি।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়