ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেষ মুহূর্তে মিরপুর-১ এ ক্রেতাদের উপচে পড়া ভিড়

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ মুহূর্তে মিরপুর-১ এ ক্রেতাদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৯ রমজান) চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। স্বজনদের সাথে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। যারা ঢাকা ছাড়েননি, শেষ মুহূর্তে তারা পরিবার নিয়ে বের হয়েছেন ফাঁকা ঢাকায় ঈদের কেনাকাটা করতে। মিরপুর ১ নম্বরে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মিরপুর-১ থেকে মাজার রোডে রাস্তার পাশে বিক্রেতারা দোকান নিয়ে বসেছেন। শার্ট-প্যান্ট, গেঞ্জি, জুতা, টুপি, আতর, সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারা ঘুরে-ফিরে দেখছেন এবং পছন্দ হলে তা কিনছেন।

যারা বড় মার্কেট থেকে কিনতে পারেননি, তারা এখানে এসে কেনাকাটা করছেন। এখানে ১০০ থেকে ৩০০ টাকায় শার্ট, ২০০ থেকে ৩০০ টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে। মার্কেটের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে জুতা। বিক্রেতারা ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন।

পরিবার নিয়ে আসা মো. আলম বলেন, গরিব মানুষ, বড় মার্কেট থেকে কেনার সামর্থ নেই। তাই এখানে একটু কম দামে কিনতে এসেছি।



আল-আমিন নামের এক যুবক নিজের জন্য কেনাকাটার পাশাপাশি ছোট ভাই-বোনের জন্য কিনেছেন। আল-আমিন বলেন, এখানে দাম মোটামুটি কম। এজন্য কেনাকাটা করতে এসেছি।

তবে এই কম দামে কেনাকাটার মধ্যেও মাঝে-মধ্যে ক্রেতা-বিক্রেতার মধ্যে ঝগড়া-বিবাদ লাগতে দেখা যায়।

জুতা বিক্রেতা মো. খালেক জানান, এখন পর্যন্ত কেনাকাটা ভালোই।সন্ধ্যা নাগাদ বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়