ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রংপুরে টস হেরে ফিল্ডিংয়ে বরিশাল

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে টস হেরে ফিল্ডিংয়ে বরিশাল

নজরুল মৃধা : অনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে রংপুরে শুরু হয়েছে ২০তম জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ডের খেলা।

খেলার প্রথম দিনে বরিশালের বিপক্ষে টসে জিতে ব্যাট করছেন রংপুর বিভাগ। খেলার আনুষ্ঠানিক উদ্বাধন করেছেন প্রধান অতিথি রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

উদ্বেধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী ওয়ালটনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ ওয়ালটন গ্রুপ স্পন্সর করে দেশের খেলাধূলার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। ক্রিকেট বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছে। বাংলাদেশের সফলতা অনেক তার মধ্যে ক্রিকেট একটি। ক্রীড়ার মাধ্যমে মেধা বিকাশ ঘটে। খেলাধূলায় থাকলে মন মানসিকতা উন্নয়ন হয়। তাই দেশের সার্বিক উন্নয়নে খেলার অবদান রয়েছে।’
 


বিশেষ অতিথির বক্তব্যে  রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘ওয়ালটন গ্রপের স্পন্সরে জাতীয় ক্রিকেট লিগসহ বেশকটি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আশা করছি ওয়ালটন গ্রুপের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ক্রিকেটে বাংলাদেশকে মাথা উচু করে দাঁড়াতে শিখিয়েছে। তাই আমরা আরো এগিয়ে যেতে চাই খেলাধূলাসহ প্রতিটি সেক্টেরে বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার শাপলা চত্বর শাখার এজিএম মাহাবুব আলম, প্রচার কমিটির আহ্বায়ক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য মেরিনা লাভলী, সহ সভাপতি মঞ্জুরুল আজাদ, এনামুল হক সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোয়াজ্জেম হোসেন লাভলু, শুভ রঞ্জন দে বাবলু, নূর শাহিন ইসলাম লাল, নির্বাহী সদস্য রুবায়েত হোসেন খান রফিকুল ইসলাম আলম প্রমুখ।
 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ১ নভেম্বর পর্যন্ত রংপুরে চতুর্থ রাউন্ডের খেলা চলবে। এতে স্বাগতিক রংপুরসহ রাজশাহী ও বরিশাল ক্রিকেট দল অংশ নিচ্ছে।




রাইজিংবিডি/রংপুর/২২অক্টোবর ২০১৮/নজরুল মৃধা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ