ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনায় প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : আর মাত্র ১৯ দিন পর ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। আজ সোমবার প্রতীক পেয়ে প্রচার চালিয়েছেন প্রার্থীরা।

সকাল ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রতীক পেয়ে ভোটার আকর্ষণের প্রস্তুতি নেন আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা। দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার পর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে খুলনা বিএনপি।

প্রথম প্রচারণা শুরু হয় খুলনা বিএনপির দলীয় কার্যালয় কে ডি ঘোষ রোড থেকে।

খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের প্রাথী রকিবুল ইসলাম বকুল মিছিল সহকারে দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলে দলীয় কার্যালয়ের অদূরে সদর থানার মোড়ে পুলিশ তাদের মিছিলে গতিরোধ করে। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুপুর ২টার পরে প্রচার মিছিল বের করতে পারবেন।

খুলনা-১, ৪, ৫ ও ৬ আসনের এলাকায় স্ব স্ব প্রার্থীর কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল ও শো ডাউন করেছে।

খুলনা-২ আসনের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে মহানগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে বিকেল ৩টায় প্রচার ও মিছিল বের হয়।

খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রাথী রকিবুল ইসলাম বকুলের ধানের শীষের প্রচার ও মিছিল দৌলতপুর নতুন রাস্তা মোড় থেকে বের হয়।

প্রতীক পেয়ে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর ‘হাতপাখা’ প্রতীকের কর্মী-সমর্থকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিশৃঙ্খলা এড়াতে বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করেছেন দুপুর ২টার পর প্রচার মিছিল বের করতে। তাতে তারাও সম্মত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনার ছয়টি আসনে এবারের নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, মুসলিম লীগ, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৫ জন প্রাথী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা হলেন-

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মো. আবু সাঈদ (হাতপাখা), সুনীল শুভ রায় (লাঙ্গল), আমীর এজাজ খান (ধানের শীষ), পঞ্চানন বিশ্বাস (নৌকা), অশোক কুমার সরকার (কাস্তে)।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে মো. আ. আউয়াল (হাতপাখা), কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপফুল), শেখ সালাহউদ্দীন (নৌকা), মনিরা বেগম (মাছ), নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), এইচ এম শাহাদাৎ (কাস্তে), এস এম সোহাগ (টেলিভিশন)।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে মো. মুজাম্মিল হক (হাতপাখা), এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল), বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), রকিবুল ইসলাম (ধানের শীষ), জনার্দন দত্ত (মই)।

খুলনা-৪ (দিঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনে ইউনুস আহম্মেদ (হাতপাখা), আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), কে এম আলী দাদ (কোদাল), শেখ হাবিবুর রহমান (টেলিভিশন), আজিজুল বারী হেলাল (ধানের শীষ), আনসার আলী (গোলাপ ফুল)।

খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে), মিয়া গোলাম পরওয়ার (ধানের শীষ), শেখ মুজিবুর রহমান (হাত পাখা), মো.  শহীদ আলম (লাঙ্গল), নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা)।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মির্জা আজম (টেলিভিশন), মো.  আবুল কালাম আজাদ (ধানের শীষ), মো. আক্তারুজ্জামান (নৌকা), শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), গাজী নূর আহমাদ (হাতপাখা), শেখ মুর্তজা আল মামুন (গোলাপ ফুল), সুভাষ চন্দ্র সাহা (কাস্তে)।



রাইজিংবিডি/খুলনা/১০ ডিসেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়