ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চৌদ্দগ্রামে রেলমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চৌদ্দগ্রামে রেলমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হলো কুমিল্লা ১১ আসনের আওয়ামীলীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের প্রথম নির্বাচনী সমাবেশ।

চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে সোমবার সন্ধ্যায় এই সমাবেশের আয়োজন করে চৌদ্দগ্রাম পৌর আওয়ামীলীগ।

সমাবেশে মুজিবুল হক বলেন, ‘আওয়ামীলীগের সময় যেখানে ৯৯ ভাগ উন্নয়ন কাজ হয়েছে সেখানে বিএনপি,জামায়াতের আমলে ১ ভাগ উন্নয়ন কাজ হয়েছিল। তাই বিএনপি,জামায়াত একভাগ ভোট পাওয়ার যোগ্য।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা যারা চায়না তাদেরকে ভোট দিয়ে কোন লাভ নাই। জামায়াতের কর্মীরা ভোট চাইতে আসলে তাদের সাথে মারামারি না করে তাদেরকে উন্নয়নের কথা প্রশ্ন করলেই তারা পালিয়ে যাবে, আর ভোট চাইতে আসবে না।’

চৌদ্দগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর প্রাক্তন মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভুইয়া হাসান, অবসর প্রাপ্ত মেজর জেনারেল হারুনুর রশিদ, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তারসহ অন্যান্যরা।

সমাবেশে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।





রাইজিংবিডি/কুমিল্লা/১১ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়