ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভয়ে এলাকায় যেতে পারছি না: হাফিজ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভয়ে এলাকায় যেতে পারছি না: হাফিজ

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের ভয়ে নির্বাচন এলাকায় যেতে পারছেন না বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ভোলা-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

অভিযোগে তিনি বলেন, ‘নিরীহ নেতাকর্মীদের পথে-ঘাটে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হচ্ছে। জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিমসহ অনেক সিনিয়র নেতাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং ভোলাসহ সারা দেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরেন।

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি নুরুনব্বী চৌধুরী শাওন। তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে ধানের শীষে নির্বাচন করছেন হাফিজ।

হাফিজ ইসিতে অভিযোগে আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র জমা নেওয়া ও এসবের বিরুদ্ধে অভিযান চালানোর কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘তারা ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন ক্রমান্বয়ে বেড়ে চলেছে।’

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় জান-মালের কোন নিরাপত্তা নেই। রাস্তাঘাটে অস্ত্রধারীরা টহল দিয়ে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দেখেও দেখছে না। ৩৫ জন যুবদল কর্মী আহত হওয়ার পর উল্টো এসব নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়