ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইসিতে অভিযোগ জানালেন খোকন

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসিতে অভিযোগ জানালেন খোকন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার নির্বাচন কমিশনে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পুলিশ আগ্রাসী হয়ে গেছে, তারা গণগ্রেপ্তার করছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির ‍যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, পুলিশ, আওয়ামী লীগ ও সরকারি কর্মকর্তারা একাকার হয়ে গেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের হারানোর জন্য এবং আওয়ামী লীগকে জেতানোর জন্য।

তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, নির্বাচন কমিশন গণগ্রেপ্তার বন্ধ করতে বলেছে। কিন্তু পুলিশ নির্বাচন কমিশনের কোনো কথা শুনছে না। আমার কাছে মনে হচ্ছে, পুলিশের ওপর নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই।

রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হলে তারা চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ কর্মকর্তাদের বদলি ও শাস্তির ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তারের আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন।

ইসি সচিব ও নির্বাচন কমিশনারদের সাথে দেখা করে তিনি এসব অভিযোগ জানান।

মাহবুব উদ্দিন খোকন জানান, কমিশন সভায় এ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়