ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দক্ষিণের প্রিয়ামনি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণের প্রিয়ামনি

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়ামনি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর নাম লেখান অভিনয়ে। কিন্তু চলচ্চিত্রাঙ্গনে পা রেখেই সফলতা পাননি এই অভিনেত্রী। তার অভিষেক চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘পারুতিবেরান’ চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। চলচ্চিত্রটিতে গ্রামের এক মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করে নেন প্রিয়ামনি। শুধু তাই নয়, সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ামাডোঙ্গা’ ও ‘মালাইকোটাই’ সিনেমাটিও ব্যবসায়িকভাবে সফল হয়। পরের বছরও এ ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

প্রিয়ামনি অভিনীত তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’সহ মোট পাঁচটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়ামনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।  

 


ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন প্রিয়ামনি। বেড়েও উঠেছেন এই শহরে
 

মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন প্রিয়ামনি
 

২০০৩ সালে তেলেগু ভাষার ‘এবারে আতাগাড়ু’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি
 

পরের বছর ‘সত্যম’ সিনেমার মাধ্যমে মালায়ালাম ভাষার ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী
 

২০১০ সালে ‘রাবণ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে প্রিয়ামনির

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/শান্ত/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়