ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছবিতে অভিনেত্রী রেম্যা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে অভিনেত্রী রেম্যা

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার অভিনেত্রী রেম্যা নম্বীসন। মালায়ালাম ভাষার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখলেও তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় ছাড়াও প্লেব্যাক শিল্পী, নৃত্যশিল্পী ও সঞ্চালক হিসেবে তার খ্যাতি রয়েছে। সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

রেম্যা অভিনীত তামিল ভাষার ‘ওরু নাল ওরু কানাবু’ ‘পিৎজা’, ‘লেফট রাইট লেফট’, মালায়ালাম ভাষার ‘ট্রাফিক’, ‘ছাপা কুরিশ’ সহ অনেক সিনেমা দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এ পর্যন্ত তার অভিনীত ৫৯টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার সাতটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। রেম্যাকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।


ভারতের কেরালার কোচিতে জন্মগ্রহণ করেন রেম্যা নম্বীসন। বেড়েও উঠেছেন এই শহরে
 


সেইন্ট তেরেসাস কলেজ থেকে কমিউনিকেটিভ ইংলিশ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি
 


২০০০ সালে মালায়ালাম ভাষার ‘সায়াহনম’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন রেম্যা
 


২০০৬ সালে মালায়ালাম ভাষার ‘আনাচন্দম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন
 


২০০৮ সালে ‘আন্দামাইনা মনসুলো’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী




রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়