ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘উইনেবল ক্যান্ডিডেটরা আ.লীগের মনোনয়ন পাবেন’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘উইনেবল ক্যান্ডিডেটরা আ.লীগের মনোনয়ন পাবেন’

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উইনেবল ক্যান্ডিডেটরাই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, যারা উইনেবল ক্যান্ডিডেট নন, তারা নিশ্চয়ই মনোনয়ন পাবেন না। মনোনয়ন পাবেন উইনেবল ক্যান্ডিডেটরা। যারা উন্নয়ন করেছেন, যাদের জনপ্রিয়তা আছে, তারাই নির্বাচনে মনোনয়ন পাবেন।

যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে যুবলীগের তরুণ ভাইদের অনুরোধ করব, এবারকার ঈদে আপনারা সড়কে থাকবেন। ঘরমুখো মানুষ যাতে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য সহযোগিতার লক্ষ্যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।

এ ছাড়া পাবর্ত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যও আহ্বান জানান তিনি।

বিভিন্ন ইফতার অনুষ্ঠানে দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ইফতার সামনে রেখে বেগম জিয়া প্রতিনিয়ত মিথ্যাচার ও বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এটা কি রমজানের ফজিলতের মধ্যে পড়ে?

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সম্পাদকমণ্ডলীর সদস্য  কাজী আনিসুর রহমান, সুভাষ হাওলাদার, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ।




রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়