ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৫ আগস্ট দিনব্যাপী  কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রচার সম্পাদক অ্যাডভোকেট খান চমন-ই-এলাহী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল (১৫ আগস্ট) ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’

সকাল সাড়ে ১১টায় সংগঠনের পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় পল্টন সিটি ভবনে আলোচনা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পোস্টার প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপরিউক্ত কার্যক্রম ছাড়াও ‘চেতনায় বঙ্গবন্ধু’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়