ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বন্যায় খাদ্য সংকটের শঙ্কা বিএনপির

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যায় খাদ্য সংকটের শঙ্কা বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে বন্যার কারণে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দলের এক বৈঠকের পর এ শঙ্কার কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির পক্ষ থেকে বন্যাকবলিতদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

কমিটির প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকারি হিসাব মতে, বর্তমানে দেশে ২ লক্ষ ১০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ আছে। স্বাভাবিকভাবে দেশে ১০ লক্ষ টন খাদ্যশস্য মজুদ থাকার কথা। সরকার বলছে, ১৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হবে। কিন্তু এ পরিমাণ খাদ্যশস্য আমদানি করা সহজ করা নয়। অনেক সময়ের ব্যাপার। দেশে এমনিতেই চালের সংকট রয়েছে। এর মধ্যে বন্যা পরিস্থিতির কারণে এ সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে।’

ক্ষমতাসীনদের রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে সর্বদলীয়ভাবে আলোচনা করে বন্যাসহ সার্বিক সংকট নিরসনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘সংকট দূরীকরণে বিএনপি বিরোধী দলে থেকে আর্থিকভাবে সম্পূর্ণভাবে সহায়তা করা সম্ভব নয়। তারপরও যতদিন পর্যন্ত বন্যা থাকবে ততদিন পর্যন্ত সীমিত সাধ্যের মধ্যে পাশে দাঁড়াবে বিএনপি।’

বানভাসীদের কাছে বিএনপির ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রমে শাসকদল বাধা দিচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘যেখানে আমরা ত্রাণ দিতে যাচ্ছি, সেখানে বিএনপির নেতা-কর্মীরা নিগৃহীত ও নির্যাতিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনাজপুর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে সেখানে বিএনপির ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুর, নওগাঁতেও ত্রাণ তৎপরতা বন্ধ হয়েছে। মানুষ যখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে সেখানে ত্রাণ তৎপরতা বন্ধ করে দেওয়ায় আমরা উদ্বেগ ও ঘৃণা জানাচ্ছি।’

সরকার বানভাসীদের জন্য এগিয়ে আসছে না, দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা বন্যাদুর্গতদের এলাকায় গিয়ে রিলিফ দেওয়ার পরিবর্তে রুই মাছের মাথা খাচ্ছেন।’

বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বন্যা শেষ হওয়ার পরবর্তী সময়েও পরিকল্পনা নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করবে বিএনপি।’

তিনি বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বন্যাদুর্গতদের জন্য বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে খোলা একটি ব্যাংক হিসাবে (সোনালী ব্যাংক, চলতি হিসাব নং-২১৯১১) চাইলে যে কেউ সহায়তা করতে পারবেন বলে জানান আবদুল্লাহ আল নোমান।

বৈঠকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে  ডা. এ জেড এম জাহিদ হাসান, হাজী ইয়াসিন, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, আমিরুজ্জামান খান শিমুল, আবু বকর সিদ্দীক, অধ্যাপক আমিনুল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়