ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বৈরশাসনের অবসানে সালাম তালুকদারের ভূমিকা স্মরণীয় : খালেদা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বৈরশাসনের অবসানে সালাম তালুকদারের ভূমিকা স্মরণীয় : খালেদা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আশির দশকে স্বৈরশাসনের অবসানে আন্দোলন বেগবান করতে সাত দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, ‘জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় থেকেছেন গণআন্দোলনের সম্মুখ কাতারে।’

বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান স্মরণ করে খালেদা জিয়া বলেন, ‘স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

বাণীতে মরহুম সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিএনপি নেত্রী।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়