ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্পেনে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্পেনের পর্যটন শহর বার্সেলোনার একটি সড়কে মানুষের ভিড়ে ট্রাকভ্যান উঠিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বৃহস্পতিবার স্পেনের পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে ভিড়ের মধ্যে সন্ত্রাসীরা একটি ভ্যান উঠিয়ে দিয়ে ১৪ জন নিহত ও অর্ধশতাধিক মানুষের আহতের সংবাদে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের এই নারকীয় রক্তাক্ত ঘটনা মর্মস্পর্শী ও হৃদয়বিদারক। উগ্র সন্ত্রাসীদের এই রক্তাক্ত সহিংসতা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। উগ্রবাদীরা ভয়ঙ্কর অপরাধী, মানবতার শত্রু। স্পেনের এ ধরনের ঘটনা নিঃসন্দেহে কাপুরুষোচিত নিষ্ঠুর বর্বরতা।’

বিশ্ব পরিস্থিতিকে বেসামাল ও অস্থিতিশীল করতে সন্ত্রাসী হামলা হচ্ছে মন্তব্য করে বিএনপি নেত্রী বলেন, ‘ধারাবাহিকভাবে সারা পৃথিবীতে এ ধরণের অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে সন্ত্রাসীরা। বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের মাধ্যমে এই রক্তপায়ী সন্ত্রাসীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে।’

খালেদা জিয়া স্পেনের সংকটকালে সন্ত্রাস দমনে সে দেশের সরকারের যেকোনো উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে স্পেনের জনগণ ও সরকারের এই দুঃসময় কাটিয়ে ওঠার প্রচেষ্টার প্রতি একাত্মতা প্রকাশ করেন।

তিনি এই সন্ত্রাসী হামলার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সন্ত্রাসী হামলার নিন্দা জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়