ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল’

নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলা চালিয়ে তারা (বিএনপি-জামায়াত জোট) শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ৭৫ সালে যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল, বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্ট সেই একই চক্র আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভা যৌথভাবে পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়