ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভরাডুবির ভয়ে সুষ্ঠু নির্বাচন চায় না সরকার

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভরাডুবির ভয়ে সুষ্ঠু নির্বাচন চায় না সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘ভরাডুবি হবে’, এই ভয়ে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না; এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নির্বাচনের যে অবস্থান সেটা অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি, আমরা একটা সমান্তরাল ক্ষেত্র চাই, নিরপেক্ষ সরকার চাই। যেখানে অংশ নিতে একটা উপযুক্ত পরিবেশ পাই।’

‘নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা তারা (সরকার) শুনছেও না, সে কথায় তারা যেতেও চান না। তারা জানেন যে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তাদের ভরাডুবি হবে। তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না।’

নির্বাচনকালীন সময় নিয়ে বিএনপি ‘যথাসময়ে’ই সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানান তিনি।

‘আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেব। আমরা মনে করি, প্রত্যেকটি বিষয়েরই একটি সময় আছে। সেই সঠিক সময়ে অর্থাৎ যথাসময়ে অবশ্যই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরব।’

নিরপেক্ষ সরকারব্যবস্থা না থাকলে কেন নির্বাচন সুষ্ঠু হবে না তা ব্যাখ্যা করে বিএনপির এই নেতা বলেন, ‘নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে, দেশের সবচেয়ে প্রিয় নেত্রীকে (খালেদা জিয়া) মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সারাদেশে প্রতিদিনই গ্রেপ্তার চলছে। আর তারা (সরকার) নির্বাচনের কথা বলছে। এভাবে পরিবেশ থাকলে সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে?’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালীসহ ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়