ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমা-দাব্লামে অভিযানে এম এ মুহিত

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমা-দাব্লামে অভিযানে এম এ মুহিত

নিজস্ব প্রতিবেদক : হিমালয়ের ২২ হাজার ৩৫০ ফুট উঁচু আমা-দাব্লাম পর্বত শিখরে অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত। তার এই অভিযান উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পতাকা প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, স্থপতি মোবাশ্বের হোসেন, পৃষ্ঠপোষক ইস্পাহানি টি লিমিটেডের জিএম (মার্কেটিং) ওমর হান্নান, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল উপস্থিত ছিলেন। পর্বতারোহী এম এ মুহিত অনুষ্ঠান পরিচালনা করেন এবং অতিথিদের কাছ থেকে পতাকা গ্রহণ করেন ও  আমা-দাব্লাম অভিযান সম্পর্কে বক্তব্য রাখেন।

আমা-দাব্লাম পর্বত নেপালে মাউন্ট এভারেস্টের  দক্ষিণে অবস্তিত। পর্বতারোহী এম এ মুহিত আগামী ১৫ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে লুকলা বিমানবন্দর থেকে ৩০ দিনব্যাপী এ অভিযান শুরু করবেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়