ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক‌্যফ্রন্টের বৈঠক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক‌্যফ্রন্টের বৈঠক

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক‌্যফ্রন্টের লক্ষ‌্য, উদ্দেশ‌্য ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন‌্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে জোটটির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে এ বৈঠক হয়।

প্রায় সোয়া ঘণ্টাব‌্যাপী ওই রুদ্ধদ্বার বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক‌্যফ্রন্টের লক্ষ‌্য ও উদ্দেশ‌্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও দাবি-দাওয়া কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি জোটের নেতারা।

বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ড. কামাল হোসেন কূটনীতিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন।

বৈঠকে কানাডা, জার্মানি, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কাতার, ভিয়েতনাম, কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ প্রায় ২৫টির বেশি দেশ ও সংস্থার রাষ্ট্রদূত/হাইকমিশনার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

জোট নেতাদের মধ‌্যে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ব্যারিস্টার মঈনুল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী, মোস্তফা মন্টু, বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়