ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচনে সহিংসতার চেষ্টা হলে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে সহিংসতার চেষ্টা হলে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না। এটা দমনের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।  

 

 

 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, নির্বাচনে পুলিশ তথা আইনশৃঙ্খলাবাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করবে। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই। নির্বাচন সুষ্ঠু্ হবে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়