ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আসন বণ্টন: শেখ হাসিনাকে এরশাদের চিঠি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসন বণ্টন: শেখ হাসিনাকে এরশাদের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দ্রুত আসন বণ্টন নিয়ে কথা বলতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। শনিবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠিটি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করে সুনীল শুভ রায় বলেন, ‘মাত্র চিঠি পৌঁছে দিলাম। আশা করছি খুব দ্রুত প্রধানমন্ত্রী আমাদের সময় দেবেন। মহাজোটের হয়ে নির্বাচনের জন্য উন্মুখ এরশাদ আসন প্রাপ্তি নিয়ে হতাশায় ভুগছেন। নেতাদেরও নিশ্চিত করতে পারছেন না তারা নমিনেশন পাচ্ছেন কি না। আওয়ামী লীগ কোন কোন আসন ছাড় দিচ্ছে তা পরিস্কার না করায় জাপার ভিআইপি প্রার্থীসহ খোদ দলের চেয়ারম্যান হতাশ। তার মধ্যে রয়েছে এরশাদের জোটের শরিকদলগুলো। তাই দ্রুত এ বিষয়ে ফয়সালা করতে প্রধানমন্ত্রীর  কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন এরশাদ।’

জানা গেছে, মহাজোটের শরীকদলগুলোর প্রত্যেক প্রার্থীকে সামাজিক অবস্থা, জনগণের গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এ কারণে জাপা চেয়ারম্যান বেশি উদ্বিগ্ন।




রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়