ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এরশা‌দের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জিএম কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশা‌দের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিঙ্গাপু‌রে চি‌কিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এ‌রশা‌দের সুস্থতার জন্য দেশবাসীর কা‌ছে দোয়া চে‌য়ে‌ছেন ছোট ভাই জিএম কা‌দের।

তি‌নি ব‌লেছেন, ‘আমি আজ সকালে ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। আজ দুপুরে তি‌নি খাবার খেয়েছেন এবং কিছু সময় হাঁটাহাঁটিও করেছেন।’

মঙ্গলবার বাদ আছর কাকরাই‌লে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জিএম কা‌দের একথা বলেন।

তি‌নি ব‌লেন, ‘সিঙ্গাপু‌রে তার নি‌বিড় চি‌কিৎসা চল‌ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তার জন্য দ‌লের নেতাকর্মী ও দেশবাসীর কা‌ছে দোয়া চাই, তি‌নি যেন সুস্থ হ‌য়ে আমা‌দের মা‌ঝে ফি‌রে আ‌সেন। আবার দ‌লে হাল ধ‌রেন।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের বলেন, ‘পা‌র্টির চেয়ারম্যান‌কে নি‌য়ে এক‌টি মহল গুজব ছড়া‌চ্ছে, এসব গুজ‌বে আপনারা বিভ্রান্ত হ‌বেন না। তি‌নি আ‌গের চে‌য়ে সুস্থ আ‌ছেন। তার শারী‌রিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে একটি নতুন চিকিৎসা শুরু হচ্ছে তার, আশা করি তিনি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

জিএম কাদের বলেন, ‘আগামী দিনে জাতীয় পার্টির সামনে সুবর্ণ সুযোগ, জাতীয় পার্টির আরো শক্তিশালী হবার সময়। তাই এই মুহূর্তে দেশ, জাতি ও জাতীয় পার্টির স্বার্থেই হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ্যতা জরুরি।’

যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন। তি‌নি ইসলামের জন্য যেভা‌বে সেবা করেছেন তা আর কোন রাষ্ট্র প্রধানই করতে পারেননি। এছাড়া সাধারণ মানুষ এবং হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান ইতিহাস হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত আরোগ্য লাভ করবেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হুসেইন মুহম্মদ এরশাদ-এর উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহামম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, মো: শফিকুল ইসলাম শফিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক ভুইয়া, নির্মল দাশ, সুলতান মাহমুদ, মো: হেলাল উদ্দিন, মো: বেলাল হোসেন, নিগার সুলতানা রানী, অ্যাড. লাকী আক্তার, এমএ রাজ্জাক খান, হুমায়ুন খান, ডা. সেলিমা খান, সৈয়দা পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, মাহমুদা রহমান মুন্নি, কাজী আবুল খায়ের, আবু সাইদ স্বপন, মাখন সরকার, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা- আলতাফ হোসেন, এনাম জয়নাল আবেদীন, মাহমুদ আলম, মোতাহার হোসেন মানিক, মো: সোলায়মান সামি, সাইফুল্লাহ খালেদ, তাসলিমা আক্তার রুনা, মেহের নীগার রিতা, যুবনেতা আহাদ ইউ চৌধুরী শাহিন, ডা. সৈয়দ আবুল কাশেম, মঞ্জুরুল হক, মো: দ্বীন ইসলাম শেখ, মিয়া আলমগীর, গাজী আবদুস সালাম, আবু সাদেক বাদল, কামাল হোসেন, আরিফুল ইসলাম রুবেল, ফকরুল আহমেদ, আক্তার হোসেন, জিয়াউর রহমান বিপুল, সামশেদ তাবরেজ, স্বপ্নীল জারা, মোহাম্মদ উল্লাহ, নজরুল ইসলাম, মোঃ সাচ্চু বিশ্বাস, নয়ন পাল।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২২ জানুয়া‌রি ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়