ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরাজয়ের জন্য ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারন: কাদের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরাজয়ের জন্য ঐক্যফ্রন্টের কালোব্যাজ ধারন: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : পরাজয় ও ব্যর্থতার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট কালোব্যাজ ধারণের কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নের ফরম বিক্রি পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব কেন্দ্রে এজেন্ট দিতে না পেরে পরাজয় ও ব্যর্থতার জন্য কালোব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে। দলের শোচনীয় পরাজয়ের কারণেই তাদের এ কর্মসূচি।’

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একের পর এক পরাজয়ে বিএনপির ইলেকশন ফোবিয়া হয়ে গেছে। তাই তারা ভয় পাচ্ছে নির্বাচনে অংশ নিতে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভা সমাবেশ করতে চাইলে তারা (বিএনপি) অনুমতি পাবে। কিন্তু তা রাস্তায় করতে পারবেন না।

ঢাকার দুই সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনে মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর প্রত্যাহার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এখানে দলের অভ্যন্তরীণ চিত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দলীয় বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনে দলীয় শৃঙ্খলাকে আমরা গুরুত্ব দিয়েছি। এবারও তাই হবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে।

‘কার ভাই, কার বোন। এটা বড় বিষয় নয়। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। জনগণের কাছে কার জনপ্রিয়তা বেশি, কে উইনেবল; কে ইলেকটেবল সেটা আমরা খতিয়ে দেখব।’



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়