ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাবিতে জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কমিটি গঠন

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৩০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মাস্উদী হাসান মামুনকে আহ্বায়ক ও শহীদ হাসান সৈকতকে সদস্য সচিব করে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ১৩ সদস্যবিশিষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা কমিটি গঠিত হয়েছে।

মাস্উদী হাসান মামুন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ হাসান সৈকত ইতিহাস বিভাগ ৪২ ব্যাচের শিক্ষার্থী। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মলনে নতুন কমিটির আহ্বায়ক মাস্উদী হাসান মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ মার্চ জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদিত হয়। কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান ও সদস্য সচিব ইয়াছিন মিসবাহ্।

কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন- মাহমুদুল হাসান মুজাহিদ, শাহাদাত হোসেন শামীম, জুয়েল আহমেদ, আবু হাসান, রোদিয়া হোসেন, নাহিদ আহমেদ সবুজ, ইব্রাহিম খলিল আপন, রায়হান আহমেদ, সবুজ সরকার শুভ, এরশাদুল হক ও তানজীব।



রাইজিংবিডি/সাভার/৩০ মার্চ ২০১৯/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়