ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিএনপিকে নেতৃত্ব দিতে অথবা নিতে বললেন অলি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপিকে নেতৃত্ব দিতে অথবা নিতে বললেন অলি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জোট অক্ষুণ্ন রাখাসহ বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে কার্যকর নেতৃত্ব দিতে অথবা তাকে নেতৃত্বে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কর্নেল অলি বলেন, ‘বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেল থেকে আমাদেরকে নির্দেশ নেওয়া সম্ভব না। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়।  সুতরাং আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।’

‘আমরা উদ্যোগ নিয়েছি, বিএনপিকে অনুরোধ করব, বিএনপি নেতাদেরকে অনুরোধ করব, আপনারা নেতৃত্ব দেন, নাহলে আমাদের নেতৃত্ব গ্রহণ করুন। আমাদেরকে এগিয়ে যেতে হবে। বসে থাকলে হবে না।’

‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে এলডিপি।

অলি আহমেদ বলেন, ‘বেগম জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এক জায়গায় একত্রিত হন। আমাদের হাতকে শক্তিশালী করেন। না হলে আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে বলেন, আমরা সেটা করতে রাজি আছি।’

তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে জীবন দিতে পারি নাই। এবার স্বৈরাশাসকের হাতে জীবন দিতে প্রস্তুত আছি। বিএনপির যারা আছেন আপনাদের মধ্যে কথা বলেন। কারা কারা আসবেন আমাদের সাথে আসেন।’

‘এলডিপিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনারা নতুনভাবে এটার নামকরণ করেন। আমার নেতৃত্বে আসতে হবে, এটাও না। আপনাদের মধ্যে যদি কেউ নেতৃত্ব দিতে পারে তার নেতৃত্বেও আমরা কাজ করতে প্রস্তুত। যে জাতির সাথে বেঈমানি করে নাই, যার অভিজ্ঞতা রয়েছে, যে কারো সাথে আপোষ করবে না, দুর্নীতির কাছে মাথা নত করবে না, তার সাথে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নেই।’

অলি আহমেদ বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন মানে হলো এইটা না যে, আড়াই বছর পরে হবে। এটা কালকেও হতে পারে। পরশু দিনও হতে পারে। এই সরকারের অধীনে তো আমরা নির্বাচন করে দেখলাম। এরা দিনের বেলা কখনও নির্বাচন করে না। কারণ তারা দিনের বেলা আলোতে ভয় পায়, রাতের বেলা অন্ধকারে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা নিশাচর, তাই আমাদেরও মশাল হাতে নিয়ে বের হতে হবে। নিশাচরদেরকে তালাশ করে বের করতে হবে।’

আলোচনা সভায় আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৯/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়