ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আন্দোলনের মধ্যে দিয়ে নতুন করে দেশ গড়তে হবে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ১৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আন্দোলনের মধ্যে দিয়ে নতুন করে দেশ গড়তে হবে’

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে পদত্যাগ করিয়ে দেশটাকে নতুন করে গড়তে হবে বলে মন্তব্য করেছেন  জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেন, ‘আন্দোলন না করলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে না । আর দেশে গণতন্ত্রও ফিরে আসবে না ।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ধানের ন্যায্যমূল্যের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘বঙ্গভবনে, গণভবনে, সচিবালয় ফসল উৎপাদন হয় না। উৎপাদন হয় খেতে খামারে আর সেই উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ চলবে কীভাবে? দেশের মানুষ বাঁচবে কীভাব?’ কৃষক না বাঁচলে দেশ থাকবে না দেশের জনগণ বাঁচবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,  ‘যারা ব্যাংক লুট করছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঋণখেলাপি তাদেরকে সরকার সুযোগ দিচ্ছে। আর যারা উৎপাদন করে আমাদেরকে খাওয়ায় সেই কৃষকদের ভর্তুকি তো দিচ্ছেই না তাদের ফসলের দাম কমিয়ে দিয়ে তাদেরকে আরো মারার বুদ্ধি করছে ।’

এ সময় তিনি ছাত্র-যুবক কৃষক পেশাজীবী শ্রমিক সকলকে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ি।’

সমাবেশে তানিয়া রব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়