ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উচ্চফলনশীল মসুর ঘাটতি মেটাতে ভূমিকা রাখবে

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উচ্চফলনশীল মসুর ঘাটতি মেটাতে ভূমিকা রাখবে

মাগুরা প্রতিনিধি : মসুর ডালের ঘাটতি ও পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল বিনা মসুর-৮ জাতের ডাল।

উচ্চফলনশীল এ জাতটির উদ্ভাবক বিনার গবেষক স্নিগ্ধা রায় মঙ্গলবার বিকেলে মাগুরার সদর উপজেলার বাটিকাডাঙ্গ এলাকায় মাঠ দিবসে এ তথ্য জানান।

তিনি জানান, স্থানীয় মসুর জাতে যেখানে ফলন হয় বিঘা প্রতি ২ থেকে ৩ মণ। সেখানে বিনা মসুর-৮ জাতের মসুরে ফলন হয় প্রায় ৮ মণ। যা স্থানীয় জাতের তুলনায় তিনগুণ। সাধারণ জাতের তুলনায় এটি কম সময়ে মাঠ থেকে কৃষক ঘরে উঠাতে পারে। সাধারণ জাতের মসুর ডাল চাষে সময় লাগে ১১০ থেকে ১১৫ দিন। অপর দিকে বিনা মসুর-৮ জাতে চাষে সময় লাগে ৯০ থেকে ১০০ দিন।

তিনি বলেন, এটির রোগ বালাই প্রতিরোধ ক্ষমতাও সাধারণ জাতের তুলনায় বেশি। এ সব কারণে এটি চাষ করে কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারবে।

দেশে বর্তমানে শুধু মসুর ডালের চাহিদা রয়েছে ৬ লাখ ৪২ হাজার মেট্রিক টন। উৎপাদন হয় ১ লাখ ৬৭ হাজার ২৬১ মেট্রিক টন। উচ্চফলনশীল বিনা মসুর-৮ জাতটি দেশে মুসর ডালের ঘাটতি মোকাবেলায় ভূমিকা রাখবে। এ ছাড়া পুষ্টির চাহিদা মেটাতেও অবদান রাখবে বলে জানান তিনি।  

২০১৩ সালে এ জাতটি উদ্ভাবনের পর বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে এটির পরীক্ষামূলক চাষ ও বীজ সংগ্রহ করা হয়েছে। এরই অংশ হিসেবে মাগুরার মাঠ পর্যায়ে এ বছর প্রদর্শনী ক্ষেত ও বীজ সংগ্রহের জন্য চাষ করা হয়েছে। আগামীতে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে চাষ হবে বলে আশা করেন তিনি।

মাগুরার সদর উপজেলার বাটিকাডাঙ্গ এলাকায় কৃষক গোলাম সরোয়ার জানান, বিনার সহযোগিতায় তিনি দুই একর জমিতে উচ্চফলনশীল বিনা মসুর-৮ চাষ করেছেন। ফলন খুব ভালো হয়েছে। যা থেকে প্রায় ৪৮ মণ মসুরি পাবেন বলে আশা করছেন।

মাঠ দিবসে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম বিশ্বাস জানান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা মসুর-৮ সহ বিভিন্ন উচ্চফলনশীল জাত বের হয়েছে। যা আগামী দিনে মসুর ডালের ঘাটিতি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।

মাঠ দিবসে মাগুরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল কাশেম। বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমীন প্রমুখ।



রাইজিংবিডি/মাগুরা/০৭ মার্চ ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়