ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৩২ জনের মাদক ব্যবসা ছাড়ার শপথ

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩২ জনের মাদক ব্যবসা ছাড়ার শপথ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা ছাড়ার শপথ নিয়েছেন নারীসহ ১৩২ জন।  

আজ বৃহস্পতিবার বিকেলে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশে শপথ নেন তারা।

গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু রূপা প্রমুখ।

অনুষ্ঠানে ১৩২ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করেন। এ সকল মাদক ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ২০ জনকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। পরবর্তীতে বাকিদের পুর্নবাসনের আশ্বাস দিয়েছেন  তিনি।




রাইজিংবিডি/গাইবান্ধা/২০ জুলাই ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়