ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যেসব লক্ষণ মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে (দ্বিতীয় পর্ব)

এস এম গল্প ইকবাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেসব লক্ষণ মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে (দ্বিতীয় পর্ব)

প্রতীকী ছবি

এস এম গল্প ইকবাল : প্রায়ক্ষেত্রে, আপনার লাম্প, বাম্প, র‍্যাশ এবং রেড স্পট ক্ষতিকারক নয়। কিন্তু কখনো কখনো তারা মারাত্মক কোনো রোগের লক্ষণ হতে পারে। মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে এমন ৪২টি উপসর্গ নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব।

* হাঁটার সময় আপনার পায়ে ব্যথা হয়

হাঁটার সময় আপনার পায়ে ব্যথা হলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন: কাজ বা খেলাধুলা বা অন্য কোনোভাবে কি আমার পায়ে ইনজুরি হয়েছে? ব্যথা ইনজুরির সঙ্গে সম্পর্কযুক্ত না হলে অর্থাৎ ইনজুরি ছাড়াই ব্যথা হলে এবং ব্যথা আসলে হাড়ে হচ্ছে বলে অনুভূত হলে তা হাড়ের ক্যানসার হতে পারে। বায়োপসির জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনি ঘনঘন প্রস্রাব করেন

আপনি কি ঘনঘন প্রস্রাব করেন? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ হলে ঘনঘন মূত্রত্যাগ করতে হতে পারে। অরল্যান্ডো হেলথ ফিজিশিয়ান অ্যাসোসিয়েটসের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডা. টড সন্ট্যাগ বলেন, ‘যদি আপনি প্রতিনিয়ত মূত্রত্যাগ করেন, তাহলে আপনার সম্ভবত ডায়াবেটিস বিকশিত হচ্ছে।’ যদি আপনি পূর্বের চেয়ে বেশিবার প্রস্রাব করেন অথবা মূত্রত্যাগের জন্য রাতে বারবার জাগতে হয় তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনার নিপল থেকে ক্ষরণ হচ্ছে

ব্রেস্টফিডিং অথবা সেক্স ছাড়াই কি আপনার নিপল থেকে ক্ষরণ হচ্ছে? তাহলে এটি গ্যালাকটোরিয়া হতে পারে। এটি মেডিক্যাল সমস্যা প্রোলেকটিনোমার একটি উপসর্গ হতে পারে।প্রোলেকটিনোমা হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ডের বিনাইন টিউমার। এটি সবসময় ক্ষতিকর না হলেও এ টিউমারের কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে এবং এমনকি আপনার বন্ধ্যাত্বও হতে পারে। লিকেজ বা ক্ষরণের প্রকৃত কারণ নির্ণয়ে রক্ত পরীক্ষা আপনার চিকিৎসককে সাহায্য করতে পারে।

* আপনি যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন

স্লিপ অ্যাপনিয়ার কারণে আপনার এমনটা হতে পারে। ডা. সন্ট্যাগ বলেন, ‘আমি প্রতিসপ্তাহে কয়েকজনের মধ্যে স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করি।’ তিনি যোগ করেন, ‘কিছু রোগী ঘুমের সময় প্রতিবারে দুই মিনিটের মতো শ্বাস ধরে রাখে। স্লিপ অ্যাপনিয়ার কারণে সারারাত পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় না।’ যদি আপনি নাক ডাকেন, দিনে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন অথবা রাতে আপনার শ্বাস বন্ধ থাকে বলে আপনার সঙ্গী জানায়, তাহলে চিকিৎকের শরণাপন্ন হোন।

* আপনি ক্লান্তি নিয়ে জেগে ওঠেন

এটি রেস্টলেস লেগ সিন্ড্রোমের একটি লক্ষণ হতে পারে। ডা. সন্ট্যাগ বলেন, ‘আপনি ক্লান্তি নিয়ে জেগে ওঠেন, কারণ আপনার শরীর রাতে সম্পূর্ণভাবে রিল্যাক্স হতে পারে না।’ আপনার মেডিক্যাল ইতিহাস এবং উপসর্গ আপনার চিকিৎসককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

* আপনার ওজন এ মাসে ২০ পাউন্ড বেড়েছে

অনেক লোক তাদের ওজন বৃদ্ধির জন্য নিষ্ক্রিয় থাইরয়েডকে দোষারোপ করেন- যাইহোক, আপনার গলার সম্মুখে অ্যাডামস অ্যাপলের নিচে অবস্থিত প্রজাপতি আকৃতির এ গ্রন্থিটি আপনার বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে। ডা. সন্ট্যাগ বলেন, ‘ধীরে ধীরে ওজন বাড়ার চেয়ে হঠাৎ করে বেশি ওজন বেড়ে যাওয়ার (যেমন- একমাসে ২০ পাউন্ড) ক্ষেত্রে থাইরয়েড কার্যক্রমে অধিক ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি।’ প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য আপনার চিকিৎসক থাইরয়েড রক্ত পরীক্ষা করতে পারেন।

* আপনার গলায় কোনোকিছু আটকে গেছে অনুভূত হয়

যদি আপনি বারবার অনুভব করেন যে গলায় খাবার আটকে আছে অথবা খাওয়ার ধরন পরিবর্তন করেন (যেমন- অল্প অল্প খাওয়া অথবা ভারী খাবার এড়িয়ে চলা), তাহলে তা খাদ্যনালীর ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। আপনার মেডিক্যাল ইতিহাস এবং শারীরিক পরীক্ষায় আপনার চিকিৎসক এ সম্ভাবনা যাচাই করতে পারেন। যদি তাই হয়ে থাকে, আপনার চিকিৎসক ক্যানসার চেকের জন্য ইমেজিং টেস্টের অর্ডার করতে পারেন।

* আপনার স্তনের ত্বক কমলার খোসার মতো খাঁজযুক্ত

ডা. সন্ট্যাগ বলেন, ‘টোল বা খাঁজযুক্ত স্তনের ত্বক স্তন ক্যানসারের একটি লক্ষণ হতে পারে।’ তিনি যোগ করেন, ‘ফোলা বা স্ফীতি থেকে কমলার খোসার মতো অবস্থার সৃষ্টি হয় এবং তা সম্ভবত ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসারের কারণে হয়ে থাকে।’ আপনার চিকিৎসক শারীরিক পরীক্ষা করতে পারেন এবং তিনি ম্যামোগ্রাম অথবা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে স্তনের টিস্যু পরীক্ষা করতে পারেন।

* আপনার কাঁধে লাম্প আছে

ডা. সন্ট্যাগ বলেন, ‘বাম কণ্ঠার শীর্ষে কোনো লসিকাগ্রন্থির বিকাশ হতে পারে স্টমাক ক্যানসারের একটি লক্ষণ।’ একে ভিরচাউ'স নোড বলে। যদি আপনি সম্প্রতি উদ্ভূত হওয়া কোনো অদ্ভুত লাম্প বা বাম্প লক্ষ্য করে থাকেন, তাহলে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

* আপনার নাভির কাছে লাম্প আছে

নাভির কাছে কোনো নরম স্ফীতি হতে পারে আম্বিলিক্যাল হার্নিয়া। কিন্তু আপনার চিকিৎসক দ্বারা একে মূল্যায়ন করা উচিত। ডা. সন্ট্যাগ বলেন, ‘এটি লসিকাগ্রন্থিও হতে পারে যাকে সিস্টার মেরি জোসেফ নজুল বলে এবং এটি ক্যানসারেরও লক্ষণ হতে পারে।’ আপনার নাভির কাছে কোনো অস্বাভাবিক লাম্প বা স্ফীতি হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

* আপনার মেনোপজের পর রক্তপাত হয়

লাইট স্পট নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই- প্রকৃতপক্ষে, এটি প্রায়ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু পিরিয়ডের মতো রক্তপাত উদ্বেগের বিষয় এবং এটি ইউটেরাইন ক্যানসার বা জরায়ু ক্যানসারের একটি লক্ষণ হতে পারে। প্রথম পর্যায়ে ক্যানসার ডায়াগনোসিস করা গুরুত্বপূর্ণ: প্রথম পর্যায়ে নির্ণীত ক্যানসার রোগীদের মধ্যে ৮৮ শতাংশের সারভাইভাল রেট পাঁচ বছর।

* আপনার ত্বকে নতুন স্পট দেখা যাচ্ছে

তিল বা আঁচিলের আকার, আকৃতি বা বর্ণের পরিবর্তন উদ্বেগের বিষয়, কিন্তু নতুন কোনো তিল বা আঁচিল উদ্ভূত হওয়া আরো বেশি দুশ্চিন্তার কারণ। জার্নাল অব দ্য আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজিতে প্রকাশিত এক নতুন গবেষণা থেকে জানা যায়, ৭০ শতাংশ মেলানোমার আবির্ভাব হয় নতুন কোনো তিল বা আঁচিল থেকে,  যেখানে ৩০ শতাংশ মেলানোমার আবির্ভাব হয় বিদ্যমান কোনো তিল বা আঁচিল থেকে। আপনার ত্বকে নতুন কোনো স্পট দেখা দিলে ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলুন এবং বছরে একবার স্কিন চেক করুন।

* আপনার পেটফাঁপা হয়েছে

অস্বাভাবিক এবং অস্বস্তিকর পেটফাঁপা বা ব্লোটিং হতে পারে ওভারিয়ান ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসারের একটি লক্ষণ। এছাড়াও আপনি ঘনঘন মূত্রত্যাগ করবেন, আপনার পেলভিকে ব্যথা হবে অথবা যৌনসহবাস করার সময় ব্যথা পাবেন। যদি আপনার চিকিৎসক ধারণা করেন যে ওভারিয়ান ক্যানসার, তারা প্রথমে আপনার শারীরিক পরীক্ষা করবেন।

* আপনার পায়ে তীব্র চুলকানি হয়েছে
আপনি কি প্রেগন্যান্ট? কোলেস্ট্যাসিস অব প্রেগন্যান্সি নামে যকৃতের রোগে আপনার হাত ও পায়ে তীব্র চুলকানি হতে পারে। এটি একটি বিরল রোগ। এ রোগে মা ঝুঁকিতে না থাকলেও (চুলকানি ব্যতীত) এটি বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে। এটি নির্ধারিত সময়ের পূর্বে ডেলিভারির মতো সমস্যার সম্ভাবনা বৃদ্ধি করে।

পড়ুন :

(আগামী পর্বে সমাপ্য)

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট



রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়