ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিয়ায় হারল রিয়াল মাদ্রিদ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ায় হারল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বাজে পারফরম্যান্সের পর এবার চ্যাম্পিয়নস লিগেও হতাশাকে সঙ্গী করল রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ম্যাচে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

সম্প্রতি সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও জয় বঞ্চিত ছিল লস ব্লাঙ্কোসরা। তাদের এ দুঃসময় অব্যাহত থাকল এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। এর ফলে শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো গোলের দেখা পায়নি ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ‘ ‘জি’  এর প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার রাশিয়ার ক্লাবটির বিপক্ষে হেরে বসেছে রিয়াল। এস্তাদিও লুজনিকি স্টেডিয়ামে স্বাগিতক সিএসকের হয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন নিকোলা ভ্লাসিচ।
 


চোটের কারণে রিয়াল মাদ্রিদ শিবিরে আগে থেকেই ছিলেন না সার্জিও রামোস, মার্সেলো ও ইসকোরা। সবশেষ তাদের সঙ্গে যোগ দেন আক্রমণভাগের ফর্মে থাকা তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। দলের এমন বড় তারকাদের অনুপুস্থিতিতে সুযোগটা ভালোই কাজে লাগায় সিএসকেএ।

মঙ্গলবার রাতে টনি ক্রুসের দুর্বল ব্যাক পাস ধরে এগিয়ে যান ভ্লাসিচ। রাফায়েল ভারানকে এড়িয়ে কেইলর নাভাসের নাগালের বাইরে দিয়ে খুঁজে নেন জাল। এভারটন থেকে ধারে খেলা ক্রোয়েশিয়ার ভ্লাসিচের গোলে এগিয়ে যায় সিএসকেএ। ম্যাচের বাকি সময়ে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করলেও আর গোলের শোধ দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

টানা তিন ম্যাচে গোল বঞ্চিত থাকার মধ্য দিয়ে প্রায় ১২ বছর পর এমন দুঃসময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০০৭ সালের জানুয়ারিতে এমন বাজে সময় পার করেছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।




রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ