ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপের জন্য স্পেনের দল ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের জন্য স্পেনের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের জন্য আজ সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। দলে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সার্জি রবার্তো, মার্কোস আলোনসো, ভিতোলো ও আলভারো মোরাতাকে রাখা হয়নি স্কোয়াডে। দলে চমক হিসেবে আছেন মনরিয়াল ও নাচো ফার্নান্দেজ।

বিশ্বকাপে স্পেন রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, মরোক্কো ও ইরান। ১৬ জুন প্রথম ম্যাচেই স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল। ২১ জুন দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে ইনিয়েস্তা-পিকেরা। আর ২৬ জুন শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ মরোক্কো।

২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন এবারও ফেভারিট। ফেভারিট স্পেন কেমন দল দিয়েছে রাশিয়া বিশ্বকাপের জন্য, চলুন দেখে নেওয়া যাক...

স্পেনের ২৩ সদস্যের স্কোয়াড : 
গোলরক্ষক :
ডেভিড ডি গিয়া, পেপে রেইনা ও কেপা আরিজাবালাগা।

ডিফেন্ডার : জর্ডি আলবা, সিজার আজপিলিকুয়েটা, দানি কারবাহাল, নার্চো ফার্নান্দেজ, নার্চো মনরিয়াল, আলভারো অদ্রিজোলা, জেরার্ড পিকে ও সার্জিও রামোস।

মিডফিল্ডার : থিয়াগো আলকানতারা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, ইসকো, কোকে, সউল নিগুয়েজ ও ডেভিড সিলভা।

ফরোয়ার্ড : মার্কো আসেনসিও, ইয়াগো আসপাস, দিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো ও লুকাস ভাসকেস।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়