ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৮৪ বছর ধরে অপরাজিত থাকা ব্রাজিলকে হারাতে পারবে সুইজারল্যান্ড?

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮৪ বছর ধরে অপরাজিত থাকা ব্রাজিলকে হারাতে পারবে সুইজারল্যান্ড?

ক্রীড়া ডেস্ক : জার্মানির কাছে ৭-১ গোলে হারার ক্ষত হয়তো এখনো শুকায়নি ব্রাজিলের। সেই ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার সুযোগ রাশিয়া বিশ্বকাপ। বাছাইপর্বে দুর্দান্ত খেলে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেকাওরা। তিতের নেতৃত্বে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের মিশন নিয়ে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে তারা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, নাগরিক টিভি ও সনি টেন-২।

 



১৯৩৪ বিশ্বকাপের পর থেকে গ্রুপপর্বের প্রথম ম্যাচে হারের নজির নেই ব্রাজিলের। সবশেষ গ্রুপপর্বের ১৮ ম্যাচের ১৬টিতেই জিতেছে ব্রাজিল। ড্র করেছে ২টিতে। ৮৪ বছর ধরে প্রথম ম্যাচে অপরাজিত থাকা ব্রাজিলকে আজ প্রথম ম্যাচে হারাতে পারবে কী সুইজারল্যান্ড? সেটা হয়তো সময় বলে দিবে। কিন্তু জায়ান্ট কিলিংয়ের রেকর্ড আছে সুইসদের। ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন স্পেনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল তারা। সেই সুখস্মৃতি নিয়ে আজ ব্রাজিলকেও ধরাশায়ী করার অনুপ্রেরণা পেতেই পারে তারা। ১৯৫০ সালের পর বিশ্বকাপে আবার দেখা হল ব্রাজিল-সুইজারল্যান্ডের। সেবার অবশ্য কেউ জয় পায়নি। ২-২ গোলে ড্র হয়েছিল।

ব্রাজিলের মতো সুইজারল্যান্ডও বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। বাছাইপর্বের একটি ম্যাচ বাদে সবগুলোতেই জিতেছিল তারা (৯ জয়, ১ হার)। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর জাপানের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে জাদরান শাকিরিরা। ব্রাজিলের বিপক্ষে আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সুইজারল্যান্ড। তারা ভালো করেই জানে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে ফল নিয়ে মাঠ ছাড়তে পারে। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল সুইজারল্যান্ড। ম্যাচ নিয়ে গিয়েছিল অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে ডি মারিয়ার গোলে হেরে যায় সুইসরা।

 



লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ভালো করেই জানে যে সুইজারল্যান্ড বেশ কঠিন প্রতিপক্ষ তাদের জন্য। তাই সুইসদের বিপক্ষে সেরা একাদশই মাঠে নামাবে সেলেকাওরা। সেক্ষেত্রে শুরুর একাদশে নেইমার, গ্যাব্রিয়েল জেসাস, ফিলিপে কুতিনহো ও উইলিয়ানকে দেখা যেতে পারে। তাদের সবার রয়েছে ক্রিয়েটিভিটি, দারুণ স্কিল, অবাক করা মুভমেন্ট এবং দুর্দান্ত ফিনিশিংয়ের অভিজ্ঞতা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়