ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোল্ডেন গ্লাভস জিতে গর্বিত কোর্তোয়া

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোল্ডেন গ্লাভস জিতে গর্বিত কোর্তোয়া

ক্রীড়া ডেস্ক : হুগো লরিস ও দানিয়েল সুবাসিচকে পেছনে ফেলে রাশিয়া বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। আর এই পুরস্কার জিতে নিজেকে তিনি গর্বিত মনে করছেন।

রাশিয়ায় বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোর্তোয়ার। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে বেলজিয়াম।

পানামা ও ইংল্যান্ডের বিপক্ষে দুবার বেলজিয়ামের জাল অক্ষত রাখেন কোর্তোয়া। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ গোলকিপিংয়ে সাতটি সেভ করেন। তাই তো ফাইনালের দুই গোলরক্ষক লরিস ও সুবাসিচকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন তিনিই।

পুরস্কার ঘোষণার পরপরই কোর্তোয়া টুইট করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে, ‘গোলরক্ষক হিসেবে পাওয়া সবচেয়ে বড় ব্যক্তিগত সম্মান। অনেক গর্বিত এটির জন্য।’

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন সেবারের চ্যাম্পিয়ন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়