ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফায়ারফক্স ব্রাউজারে ত্রুটি

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফায়ারফক্স ব্রাউজারে ত্রুটি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সে ত্রুটি ধরা পড়েছে। ব্রাউজারটি হালনাগাদ বা আপডেট না করলে ঘটতে পারে বড় বিপদ। ফলে হ্যাকারদের হানা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের ব্রাউজারটি দ্রুত আপডেট করার আহ্বান জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মজিলা।

বিশেষ করে আপনি যদি ফায়ারফক্স ৬৭.০.৩ অথবা ইএসআর ৬০.৭.১ ভার্সন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এখনি আপডেট করে ফেলুন ব্রাউজারটি। জানা গেছে, ব্রাউজারের ত্রুটিটি হ্যাকারদের কাজ সহজ করে দেয়। এই ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

তবে ত্রুটি সমাধানে নিরাপত্তা ফিচার স্বয়ংক্রিয় ভাবে আপডেট ক্ষমতা রয়েছে ফায়ারফক্স ব্রাউজারে। তাই ৬৭.০.৩ অথবা ইএসআর ৬০.৭.১ ভার্সনের ব্যবহারকারী হয়ে থাকলে ব্রাউজারটি কেবল মেন্যুবার থেকে রিস্টার্ট করলেই নিরাপত্তা ঝুঁকি এড়ানো যাবে। অথবা নতুন ভার্সন ডাউনলোড করে নিতে পারেন।

তথ্যসূত্র : দ্য ভার্জ



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়