ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটনে ‘টেরিটরি সেলস অফিসার’ নিয়োগ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনে ‘টেরিটরি সেলস অফিসার’ নিয়োগ

দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, অটোমোবাইলস, কমিউনিকেশন ও প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ নিম্নলিখিত পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

পদের নাম : টেরিটরি সেলস অফিসার (টিএসও)

পদ সংখ্যা : ১০

চাকরির বিবরণ / দায়িত্বসমূহ : নিজ নিজ অঞ্চলে সুইচ সকেট, এলইডি লাইট, ফ্যান এবং ব্যাটারির ব্যবসায় উন্নয়ন। নিযুক্ত এলাকায় বিক্রয় প্রতিনিধিদের তদারকি করা। নির্ধারিত পণ্যসমূহের জন্য ভালো ডিস্ট্রিবিউশন/ডিলার চ্যানেল প্রতিষ্ঠা করা। খুচরা চ্যানেল উন্নয়নে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। নিযুক্ত এলাকায় বিক্রয় এবং প্রচারণা কার্যকলাপের জন্য ধারণা সৃষ্টি করা।

চাকরির ধরন : পূর্ণকালীন

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর।

চাকরিপ্রার্থীদের যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে : সেলস, মার্কেটিং

অন্যান্য যোগ্যতা : বয়স অনূর্ধ্ব ৩২ বছর । শুধু পুরুষরা আবেদন করতে পারবেনসুইচ সকেট, এলইডি লাইট, ফ্যান এবং ব্যাটারি মার্কেটিংয়ে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকারযোগ্য। অবশ্যই কম্পিউটার কার্যকলাপ এবং রিপোর্ট লেখায় অভিজ্ঞ হতে হবে। চাপের মাঝে কাজ করার ক্ষমতার সাথে চমৎকার যোগাযোগ দক্ষতার অধিকারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই উত্তম নেতৃত্বগুণ এবং সমস্যা সমাধান দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থান।

বেতন : আলোচনা সাপেক্ষ

আবেদনের সময়সীমা :   ১০ জুলাই, ২০১৭।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী এবং যোগ্য প্রার্থীকে সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র ‘এক্সিকিউটিভ ডিরেকটর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), ওয়ালটন গ্রুপ, প্রিন্টার্স বিল্ডিং, ৫, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।’ বরাবর প্রেরণ করতে হবে।

 

অথবা, ই-মেইল : [email protected]

আবেদনপত্র ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে

তথ্যসূত্র : বিডিজবস

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়