ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যানসিটিতে দানি আলভেজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানসিটিতে দানি আলভেজ

ক্রীড়া ডেস্ক : গত ‍ মৌসুমের মাঝপথ থেকেই দানি আলভেজকে দলে ভেড়াতে চাইছিল ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের শুরুতে আলভেজকে পেতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। তাদের অপেক্ষার প্রহর শেষ হলো আজ। জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে যাচ্ছেন আলভেজ। আগামী মৌসুমের শুরু থেকেই ইংলিশ ক্লাবটিতে খেলবেন ব্রাজিলের এ স্টার।  

বার্সেলোনা ছেড়ে গত মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দানি আলভেজ। মাত্র এক মৌসুম খেলেই জুভেন্টাসকে বিদায় বললেন আলভেজ। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার বিষয়টি দানি আলভেজ নিজেই নিশ্চিত করেছেন। ৩৪ বছর বয়সি ব্রাজিলিয়ান রাইট ব্যাক সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন।

দানি আলভেজ লেখেন, ‘আজ আমাদের পেশাদার সম্পর্ক শেষ হলো। আমি আমার সঙ্গে অসংখ্য ভালোবাসা নিয়ে যাচ্ছি। জুভেন্টাস গ্রেট ক্লাব।’

জুভেন্টাস দানি আলভেজের সঙ্গে চুক্তি বাড়ায়নি। দানি আলভেজ আরো লেখেন, ‘আমি জুভেন্টাসের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।’

জুভেন্টাসের হয়ে গত মৌসুমে সিরি আ চ্যাম্পিয়নশিপ জেতেন দানি আলভেজ। দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন আলভেজ। কিন্তু শেষটা রাঙাতে পারেননি। ফাইনাল ম্যাচে ৪-১ ব্যবধানে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন আলভেজ।

সিটিতে নাম লেখানোয় আবারও পেপ গার্দিওলার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন আলভেজ। ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখান আলভেজ। এরপর গার্দিওলার সঙ্গেই ছিলেন এ রাইট ব্যাক। গার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর আলভেজও জুভেন্টাস চলে যান। দুই মৌসুমের ব্যবধানে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন আলভেজ-গার্দিওলা।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়