ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোনালদো রিয়ালেই থাকবেন, ‘নিশ্চিত’ ব্রাজিলের রোনালদো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদো রিয়ালেই থাকবেন, ‘নিশ্চিত’ ব্রাজিলের রোনালদো

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান, গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছে। কর ফাঁকির অভিযোগে ‘বিরক্ত’ পর্তুগিজ ফরোয়ার্ড নাকি নিজের সিদ্ধান্তের কথা রিয়াল কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন। আগামী মৌসুমে রোনালদোকে তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা পিএসজির জার্সিতে দেখা যেতে পারে বলেও খবর বেরিয়েছে। তবে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর বিশ্বাস, সিআর-সেভেন রিয়ালেই থাকবেন।

কিছুদিন আগে স্পেনের কৌঁসুলিরা অভিযোগ তোলে, রোনালদো এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। রোনালদো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এরপরই তার ক্লাব ছাড়ার খবর আসে গণমাধ্যমে। কর ফাঁকির অভিযোগে বিরক্ত হয়েই নাকি রোনালদো স্পেন ছাড়তে চাইছেন। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে পাঁচ বছর কাটানো ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো ‘প্রায় নিশ্চিত’, পর্তুগিজ ফরোয়ার্ড রিয়ালেই থাকবেন।  

ইতালিয়ান ক্রীড়া দৈনিক গ্যাজেট্টা ডেলো স্পোর্টকে ‘বড়’ রোনালদো বলেছেন, ‘আমি প্রায় নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালেই থাকবেন। যখন কেউ প্রতি বছর ৫০ গোল করে, এটি একটি দলের জন্য বড় নিশ্চয়তা। আমি মনে করি না, অন্য কোনো দল তাকে রিয়ালের চেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারবে।’

রোনালদো বর্তমানে জাতীয় দলের সঙ্গে রাশিয়ায় ফিফা কনফেডারেশনস কাপে ব্যস্ত আছেন। দলকে তুলেছেন টুর্নামেন্টের সেমিফাইনালে। বুধবার প্রথম সেমিফাইনালে চিলির বিপক্ষে খেলবে পর্তুগাল। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও মনে করেন, কর ফাঁকির অভিযোগে ‘ক্ষুব্ধ’ হলেও রোনালদো রিয়ালেই থাকবেন।

তথ্যসূত্র : ফোর ফোর টু।  



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়