ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রুম্যান-স্ট্যাথামের ৫৪ বছর পর অ্যান্ডারসন-ব্রড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রুম্যান-স্ট্যাথামের ৫৪ বছর পর অ্যান্ডারসন-ব্রড

সেই মুহূর্ত

ক্রীড়া ডেস্ক : স্টুয়ার্ট ব্রডের বলে পরিষ্কার বোল্ড হয়ে গেলেন শেন ডোরিচ। দুই হাত ছড়িয়ে শূন্যে ছোট্ট একটা লাফ দিলেন ইংলিশ পেসার। সতীর্থরা সবাই এগিয়ে এসে একে একে অভিনন্দন জানালেন ব্রডকে। না, ব্রড পাঁচ উইকেট পাননি কিংবা ম্যাচও শেষ হয়ে যায়নি। তবে একটা উপলক্ষ তো অবশ্যই আছে। ডোরিচকে ফিরিয়েই যে ইয়ান বোথামকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন ব্রড।

বোথামকে ছাড়িয়ে যেতে এজবাস্টনে দিবারাত্রির টেস্টে ব্রডের প্রয়োজন ছিল ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার শেষ হওয়া সিরিজের প্রথম এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ঠিক ৫ উইকেটই নিয়েছেন ৩১ বছর বয়সি পেসার। বোথাম ১০২ টেস্টে তার ৩৮৩ উইকেটের সর্বশেষটি নিয়েছিলেন ২৫ বছর আগে।

ডোরিচকে ফিরিয়ে বিফিকে (বোথামের ডাক নাম) ছাড়িয়ে গেলেন ব্রড। ১০৭ টেস্টে ব্রডের এখন ৩৮৪ উইকেট। কাকতালীয়ভাবে দুজনের স্ট্রাইক রেটই সমান, ৫৬.৯! ব্রডের কীর্তির সময় বোথাম কাল এজবাস্টনের প্রেসবক্সেই ছিলেন। হাততালি দিয়ে উত্তরসূরিকে অভিনন্দনও জানিয়েছেন।

এক সময় ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বোথামই। ২০১৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের তখনকার অধিনায়ক দিনেশ রামদিনকে অ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়ে রেকর্ডটা নিজের করে নেন জেসম অ্যান্ডারসন। এজবাস্টনে ৫ উইকেট নিয়ে ১২৭ টেস্টে অ্যান্ডারসনের উইকেট-সংখ্যা এখন ৪৯২টি। টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার ও তৃতীয় পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে অ্যান্ডারসনের চাই আর ৮ উইকেট।

ইংল্যান্ডের বর্তমান পেস আক্রমণের সেরা দুই অস্ত্র অ্যান্ডারসন ও ব্রড। এই দুজনই এখন টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষ দুটি স্থানে। সর্বশেষ ইংল্যান্ডের সর্বোচ্চ দুই উইকেটশিকারি একসঙ্গে খেলেছিলেন সেই ১৯৬৩ সালে, ফ্রেড ট্রুম্যান ও ব্রায়ান স্ট্যাথাম। তখন ট্রুম্যান ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। আর স্টাথাম দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। তাদের ৫৪ বছর পর এখন অ্যান্ডারসন ও ব্রড।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়