ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুস্তাফিজ আরো শক্তিশালী হয়ে ফিরবে : তাসকিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজ আরো শক্তিশালী হয়ে ফিরবে : তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। চোট থেকে সেরে ওঠার পর শ্রীলঙ্কায় তার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়।

তবে সুস্থ হওয়ার পর দেশের মাটিতে খেলার সুযোগ হয়নি মুস্তাফিজের। সতীর্থ তাসকিন আহমেদের বিশ্বাস, ঘরের মাঠে মুস্তাফিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো শক্তিশালী হয়ে ফিরবে।

সোমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার আগে সংবাদ সম্মেলনে আসেন ডানহাতি পেসার তাসকিন। মুস্তাফিজকে নিয়ে এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘মুস্তাফিজের কাছে সব সময় আমাদের আশা বেশি থাকে। সে আশা পূরণ করতে পারে। হয়ত শেষ কয়েকটি ম্যাচে ভালো হয়নি। বিশ্বের সেরা বোলারদেরও দুই একটা ম্যাচ খারাপ হয়। এটা নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি ও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’



মুস্তাফিজের মতো একই অবস্থা তাসকিনের। টেস্ট অভিষেক হওয়ার পর চারটি ম্যাচ খেলেছেন তাসকিন। প্রতিটিই দেশের বাইরে। এবার সুযোগ এসেছে ঘরের মাঠে আরেক দফা ‘অভিষেক’ হওয়ার। দেশের মাটিতে সাদা পোশাকে লাল বলে বোলিংয়ের রোমাঞ্চে রয়েছেন তাসকিন। তার ভাষ্য, ‘বাংলাদেশে আমি এখনো টেস্ট খেলিনি। টেস্ট ক্রিকেটে অনেক ধৈর্য ও দক্ষতার ব্যাপার। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে দেখা যায়, একটা বা দুইটা স্পেলেই ম্যাচ শেষ। কিন্তু ৭-৮টা স্পেল থাকে টেস্টে। টেস্ট এত সহজ নয়। নিউজিল্যান্ডে বোলিং করে যে আনন্দ পেয়েছি, তা শ্রীলঙ্কায় পাইনি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু তাসকিন নন, জাতীয় দলে থাকা প্রত্যেকেই প্রথমবারের মতো টেস্ট খেলবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন তাসকিন। নির্বাচকরা যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে চান উইনিং স্পেল করে। নিজের পরিকল্পনা জানিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রত্যেকটি উইকেট কাউন্টেবল। সুযোগ পেলে অবশ্যই একটা উইনিং স্পেল করতে চাই। এটা যে পাঁচ-সাত উইকেট তা নয়। ভালো কিছু ওভার করা। দেখা গেল, স্পিনাররা পাঁচ-সাতটা উইকেট নিয়েছে। এর মাঝখানে দুইটা উইকেট নিয়ে নিলাম। পুরোনো বলে রিভার্স সুইং করাতে চাই।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেটকে ‘স্বপ্নের উইকেট’ বলেছেন তাসকিন। শুরুতেই বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যানের উইকেট নিতে চান এ পেসার।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়